শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জ্বায় আত্মহত্যা 

মামুনুর রশিদ, লালমনিরহাট: [২] লালমনিরহাটে বিবস্ত্র করে নির্যাতন ও অপমান সহ্য করতে না পেয়ে ইসরাত জাহান মৌফিক নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। গত বুধবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

[৩] নিহত শিক্ষার্থীর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মন্ডলের মেয়ে। সে স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

[৪] এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা আব্দুল মতিন মন্ডল বাদী হয়ে মামলা করেন। মামলায় ১২ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। ওই শিক্ষার্থীর পিতা অভিযোগ করে জানান, নির্যাতন নিপীড়ন করায় তার মেয়ে আত্মহত্যা করেছে।

[৫] মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশি মৃত শরিয়ত উল্লাহ মন্ডলের ছেলে সুলতান মন্ডল, সিরাজ আলী মন্ডল ও শাহজাহান আলীর সাথে আব্দুল মতিন মন্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বুধবার সকালে হাঁস ফসল নষ্ট করতে গেলে হাঁস তাড়িয়ে দেয় ওই ছাত্রী। এ ঘটনার জের ধরে এইচএসসি পরীক্ষার্থী জাহান মৌফিকে (১৮) পিটিয়ে আহত করেন। কয়েকজন মিলে কলেজ ছাত্রী মৌফির পড়নের কাপড় ছিড়ে বিবস্ত্র করে।

[৬] কলেজ ছাত্রী ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীদের সামনে বিবস্ত্র হওয়ায় ভীষণ লজ্জা পেয়ে যায়। একপর্যায়ে দুপুরের দিকে বাড়িতে একা থাকার সুযোগে ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

[৭] লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট করা হয়েছে। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়