শিরোনাম
◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবক ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। 

[৪] পারিবারিক সূত্রে জানা গেছে, গেল মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে তুলে নিয়ে গিয়ে আটকিয়ে বুধবার সারারাত নির্মম ভাবে মারধর করে গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যরা। এরপর তার মৃত্যু হয়। দেশে কি এখন আইন নাই তারা এই ভাবেই পিটিয়ে মারল ছেলেটাকে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও সঠিক বিচারের দাবি জানান পরিবারের সদস্যরা।

[৫] তবে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আরিফুল এলাকার চিহ্নিত চোর। গেল মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে আটকিয়ে বুধবার দিবাগত রাতে মারধর করে গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বুশ একজন পেশাদার চোর ও নেশা অগ্রস্থ দাবি তাদের। 

[৬] পুলিশে দেওয়া তথ্য মতে জানা গেছে, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[৭] এবিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেছে যে বাড়িতে চুরি করেছে সেই বাড়ির লোকজন ও গ্রামবাসী। পরে শুনতে পেলাম আজ সকালে মারা গেছে।  মারা যাওয়ার আগে সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। 

[৮] দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অপরাধে আরিফুল ইসলাম ওরফে বুস নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও যে বাড়িতে চুরি করেছে ওই পরিবারের সদস্যরা। নিহত আরিফুল ইসলাম ওরফে বুস এমন কোন অপকর্ম নাই যে এলাকায় করিনি। তার নামে বিভিন্ন প্রকার অভিযোগ আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়