শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার  সারিয়াকান্দিতে অবৈধ সিসা কারখানা সিলগালা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি অবৈধ ব্যাটারি কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ভয়াবহ পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে অভিযান চালিয়ে কাজলা ইউনিয়নের জামথল মাদারগঞ্জ ঘাট বেড়া পাঁচবাড়িয়া এলাকার কারখানাটি সিলগালা করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটি কোনো অনুমোদন ছাড়াই চালানো হচ্ছিল। পুরোনো ব্যাটারি থেকে প্লেট বের করে কাঠকয়লার আগুনে গলিয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের গন্ধে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষাক্ত ধোঁয়া ও এসিডের গন্ধে শিশু ও বৃদ্ধসহ এলাকার সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কারখানার পাশেই রয়েছে বসতবাড়ি, আশ্রয় প্রকল্পের ঘর, একটি প্রাথমিক বিদ্যালয় ও যমুনা নদীর ফেরিঘাট।

এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, 'পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমিকর এই অবৈধ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

পরিবেশকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, "এভাবে অনিয়ন্ত্রিতভাবে সিসা উৎপাদন শুধু পরিবেশ নয়, পুরো একটি প্রজন্মের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সকল অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী।" 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়