শিরোনাম
◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত ◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইল বিএসএফ (ভিডিও) ◈ ‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম ◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার  সারিয়াকান্দিতে অবৈধ সিসা কারখানা সিলগালা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি অবৈধ ব্যাটারি কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ভয়াবহ পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে অভিযান চালিয়ে কাজলা ইউনিয়নের জামথল মাদারগঞ্জ ঘাট বেড়া পাঁচবাড়িয়া এলাকার কারখানাটি সিলগালা করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কারখানাটি কোনো অনুমোদন ছাড়াই চালানো হচ্ছিল। পুরোনো ব্যাটারি থেকে প্লেট বের করে কাঠকয়লার আগুনে গলিয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে নির্গত কালো ধোঁয়া ও অ্যাসিডের গন্ধে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষাক্ত ধোঁয়া ও এসিডের গন্ধে শিশু ও বৃদ্ধসহ এলাকার সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কারখানার পাশেই রয়েছে বসতবাড়ি, আশ্রয় প্রকল্পের ঘর, একটি প্রাথমিক বিদ্যালয় ও যমুনা নদীর ফেরিঘাট।

এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, 'পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমিকর এই অবৈধ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

পরিবেশকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, "এভাবে অনিয়ন্ত্রিতভাবে সিসা উৎপাদন শুধু পরিবেশ নয়, পুরো একটি প্রজন্মের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সকল অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী।" 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়