শিরোনাম
◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে ◈ সেনাবাহিনীকে হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

ফয়সাল চৌধুরী : কু‌ষ্টিয়ার মিরপুরে বাড়ির কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গি‌য়ে ওই স্কুল ছাত্র তলিয়ে গেছে বলে জানা যায়। নিখোঁজ ওই ছাত্রের নাম মো: আলা‌মিন (১৫)। আলা‌মিন উপজেলার  বহলবা‌ড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামানিকের ছেলে । সে বহলবা‌ড়িয়া মাধ‌্যমিক বিদ্যালয়ের  দশম শ্রেণীর ছাত্র। 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা‌মিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বা‌ড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্র। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়। এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউি‌নি‌ট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সা‌থে খুলনা থে‌কে ডুবু‌রি দল‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। খুলনার ডুবুরী দল রওনা কুষ্টিয়ার উদ্দেশ্যে দিবেন‌ ।

‌মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌মিনুর রহমান বলেন,‌ স্কুল ছাত্র নি‌খোঁজ হওয়ার ঘটনা জান‌তে পে‌রে‌ছি। উদ্ধার অ‌ভিযান চল‌ছে। খোঁজখবর নেওয়া হ‌চ্ছে। তবে বিষয়টি নৌ পুলিশ দেখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়