তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাউহাটি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগরের মৃত অধীর চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস (৫৫) ও তার স্ত্রী কবিতা রানী দাস (৪৫)। তাদের পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ‘বিষ্ণপুর বিওপির বিজিবির টহলদল সীমান্ত পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে। আটকের পর তারা জানায়, গৌতম দাসের শশুর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যর আগরতলায়। কিছুদিন আগে তার শাশুড়ি মারা যায়। শাশুড়ির শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে তারা অবৈধ পথে ভারতে যেতে চাচ্ছিলেন।