শিরোনাম
◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ ◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা ◈ তাইজুলের স্পিনে বাংলা‌দেশ ম্যাচে ফির‌লো, দিন শে‌ষে জিম্বাবু‌য়ে ২২৭/৯  ◈ পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি ◈ বাংলাদেশের জন্য কী রাখাইনের জন্য করিডর ঝুঁকি তৈরি করতে পারে? ◈ বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলেও যেসব বিষয়ে সতর্ক থাকবেন ◈ দেশে লাইসেন্স পেল স্টারলিংক ◈ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যা

শামীম মীর গৌরনদী প্রতিনিধি:: গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনার অপরাধে থানায় অভিযোগ করেছেন অসহায় দিন মজুর সবুজ হাওলাদার ২৪। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কান্ডপাশা গ্রামের অসহায় দিনমজুর আনিচ হাওলাদারের পুত্র সবুজে  এর বেলায়। 

তিনি (সবুজ) কৃষি  কাজ ও ছাগল পালনের মধ্য দিয়ে কোন  ভাবে আয় বানিজ্য করে  সংসার পরিচালনা করে আসছেন। 
২৭ এপ্রিল (রবিবার ) তার প্রতিপক্ষ  একই গ্রমের মৃত আইয়ুব আলী কাজীর পুত্র ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি  মোঃ আবু কাজী -৫০ এর বাড়ির সন্নিকটে তার (আবু) পাট খেতের পাশে ছাগলটিকে ঘাঁস খাওয়ানোর উদ্দেশ্য বেঁধে রাখেন সবুজ। অনেক খোঁজা খুজির পর   ছাগলটিকে আবুর  পাট খেতের পাশে বট গাছের সাথে  মৃত অবস্থায় ঝুলানো  দেখতে পেয়ে ডাকচিৎকার করেন ছাগল মালিক সবুজ হাওলাদার ও তার পরিবারের লোকজন।

 ডাকচিৎকার শুনে পাট খেতের মালিক কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজী এসে ছাগল মালিক সবুজ ও তার পরিবারের লোকজনের সাথে তর্কে জরিয়ে পরে   বলেন, পাট খেয়েছে তাই মেরেছি তোরা যা করতে পার করিস এমন হুমকি দিয়ে  স্হান ত্যাগ করেন আবু কাজী। এমনটি জানিয়েছেন ছাগল মালিক দিন মজুর অসহায় সবুজ ও তার পরিবারের লোকজন। 

 এ বিষয় ছাগল মালিক সবুজ ২৭ এপ্রিল রবিবার সন্ধ্যায় কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজীকে দায়ী করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়