শিরোনাম
◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ ◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা ◈ তাইজুলের স্পিনে বাংলা‌দেশ ম্যাচে ফির‌লো, দিন শে‌ষে জিম্বাবু‌য়ে ২২৭/৯  ◈ পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমামকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে মৃত্যু

গাজীপুরের পূবাইলে এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। আজ সোমবার ভোরে গাজীপুর জেলা কারাগারে মারা যান তিনি।

মারা যাওয়া রহিজ উদ্দিন (৩৫) গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ছিলেন।

গতকাল রোববার সকালে হায়দরাবাদ এলাকায় কিশোরকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিনকে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

পূবাইল থানার ওসি কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ধর্ষণের অভিযোগে এলাকাবাসী গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়।

তিনি বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছে। রহিজ উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার রফিকুল কাদের দ্য ডেইলি স্টারকে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ ভোর রাত পৌনে ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়