শিরোনাম
◈ ‌‌‘পোপ ফ্রান্সিস জানতে চাইতেন কীভাবে মাইক্রোক্রেডিট মানুষের জীবনে পরিবর্তন আনে’ ◈ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু ◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমামকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে মৃত্যু

গাজীপুরের পূবাইলে এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। আজ সোমবার ভোরে গাজীপুর জেলা কারাগারে মারা যান তিনি।

মারা যাওয়া রহিজ উদ্দিন (৩৫) গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ছিলেন।

গতকাল রোববার সকালে হায়দরাবাদ এলাকায় কিশোরকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিনকে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

পূবাইল থানার ওসি কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ধর্ষণের অভিযোগে এলাকাবাসী গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়।

তিনি বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছে। রহিজ উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার রফিকুল কাদের দ্য ডেইলি স্টারকে জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ ভোর রাত পৌনে ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়