শিরোনাম
◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ ◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. মোজাহিদুল ইসলাম মারুফ পদত্যাগ করেছেন। তার স্বাক্ষরীত পদত্যাগ পত্রের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন। মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোজাহিদুল ইসলাম মারুফ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক/সদস্য সচিবের বরাবর লিখিত পদত্যাগ পত্রে বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নং পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি উক্ত পদ থেকে সম্পূর্ণ ভাবে সেচ্ছায় পদত্যাগ করছি। সাংগঠনিক ভাবে এ সংগঠনের সাথে আমার এ মুহুর্ত্ব থেকে আর কোন সম্পর্ক নেই। জুলাই গণঅভ্যুথানে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জন্য কাজ করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সহ যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে মোজাহিদুল ইসলাম মারুফ বলেন, আমার ব্যক্তিগত কারনে আমি পোগলদিঘা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছি। আমি এখন সাধারণ জনগণের কাতারে দাঁড়াতে চাই। তবে ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাকে আবারও রাজপথে দাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি আবারও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়