শিরোনাম
◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ ◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

রতন কুমার রায়,ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজারে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত ছওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি’র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্থ করতে ওই বছর ২৩ডিসেম্বর নির্বাচনী জনসভা ও গাড়ীবহরে হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি মাইক্রোবাস ও ২২টি মোটরসাইকেল ভাঙচুর এবং পোড়ানোর মাধ্যমে প্রায় ৩৩লাখ টাকা ক্ষতিসাধন করে।
গত ২০২৩সালের ২৯সেপ্টেম্বর ওই ঘটনার জেরে ডোমার উপজেলার ৩১জন আওয়ামীলীগ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনশত জনকে আসামী করে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম। মামলায় নামীয় আসামী ছিলেন তোফায়েল আহমেদ।

ডোমার থানা ওসি আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়