কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে রবিবার রাত সাড়ে দশটায় বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ। তিনি আরো জানান, আসামি গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করার পর সাংবাদিকদের জানানো হয়, তাই একটু বিলম্বের কথা।
থানা পুলিশ প্রদত্ত তথ্যমতে , বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কালীপুর এলাকা হতে রবিবার দুপুরে নাশকতা মামলার আসামি আহমদ মিয়ার পুতও মোঃ মিনহাজুল আবেদীন(২৯), মৃত রশিদ আহমদের পুত্র নুরুল কবির(৫১)কে গ্রেফতার করে।
এর আগে সাধনপুর এলাকা হতে এসআই সাখাওয়াত হুসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শওকত আলী(৫৭),এবং সিএনজি চুরির ঘটনায় সিএনজি সহ কাথরিয়া ইউনিয়ন থেকে আবুল কাশেম প্রকাশ জামাই কাশেম(৫২), কে গ্রেফতার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয় বলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম জানান।