শিরোনাম
◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ◈ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত রসায়ন ও অন্যদের ভাবনা ◈ সমা‌লোচনার মধ্যে বিসিবির জরুরি ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ◈ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলার আহ্বানে যা বলেছিলেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস (ভিডিও) ◈ নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু ◈ রিজার্ভ আরও বাড়লো ◈ নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ◈ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত ◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে নিহত হাসি খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসি খাতুন জেলার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের সাত-বাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই হাসি খাতুন ও জাকারিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়। হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এই জেরেই শনিবার রাতে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়