শিরোনাম
◈ উপাচার্যসহ অনেকের পদত্যাগ: ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ◈ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত রসায়ন ও অন্যদের ভাবনা ◈ সমা‌লোচনার মধ্যে বিসিবির জরুরি ভার্চুয়াল সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ◈ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলার আহ্বানে যা বলেছিলেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস (ভিডিও) ◈ নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু ◈ রিজার্ভ আরও বাড়লো ◈ নতুন সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া ◈ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক: আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত ◈ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার করতে হবে : মামুনুল হক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, হাজার হাজার মানুষকে গুম ও খুনের কারণে এই দলের নেতা শেখ হাসিনাসহ সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করতে হবে। সকলের বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বেচেঁ থাকে, তবেই তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক৷বাংলাদেশে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। তবে আমার বিশ্বাস, বিচার হইলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই৷

রবিবার (২৭ এপ্রিল) দুপরে বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তিনি ধন্যবাদ জানিয়ে মামুনুল হক বলেন, অল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন৷ বিশেষ করে গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে৷ লোডশেডিং হয় নি৷ এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য এসেছে।

এছাড়াও সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখায় নি৷ তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবী করেছেন। নিজ ধর্ম বাদ দিয়ে যেকোনো ধর্মের সাথে বিয়ে দেওয়ার অভিব্যক্তি করেছেন। এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন৷ আমি বিশ্বাস করি বাংলাদেশের ৯০ শতাংশ নারী এর বিপক্ষে অবস্থান নিবেন।

মামুনুল হক আরো বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকার কে জলাঞ্জলি দিয়েছেন। তিনি ভারত থেকে ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন৷ তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলে জিম্নি হয়ে আছে৷২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে আর কোনদিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়