শিরোনাম
◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা ◈ পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি, এগুলো স্থগিত হওয়ার অর্থ কী?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ ড্রেজার ও বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংস

তপু সরকার হারুন : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঢেউফা ও সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার দিনব্যাপী অভিযান ও উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঢেউফা নদীর চান্দাপাড়া ব্রিজ, মেঘাদল ব্রিজ, বাবেলাকোনা, হারিয়াকোনা জিরো পয়েন্ট, রাণীশিমুল ইউনিয়নের বালিজুড়ি হাইস্কুল সংলগ্ন সোমেশ্বরী নদী ও বালিজুড়ি ব্রিজ এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও ৬টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামও জব্দ ও অপসারণ করা হয়। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকসহ ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ, পুলিশ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুরে সকল বালু মহাল বিলুপ্ত ঘোষণা করায় জেলায় ইজারাভুক্ত কোন বালু মহাল নেই। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়