শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে টিসিবির পণ্যসহ মো. আনোয়ার হোসেন নামের এক ডিলারকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে এ ঘটনা ঘটে। আটক ডিলার মো. আনোয়ার হোসেন মা ট্রেডার্সের প্রোপ্রাইটর। তিনি উপজেলার কাঞ্চনপুর আর গোপীনাথপুর ইউনিয়নের টিসিবির ডিলার।
পুলিশ ও স্থানীয়রা জানান, মো. আনোয়ার হোসেন উপজেলার গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের টিসিবির ডিলার। তিনি বাস্তা বাজারে তার দোকান ঘরে টিসিবির পণ্য রেখে মাঝে মাঝে কার্ডধারীদের বাইরে অন্যদের কাছে বিক্রি করতেন। শনিবার দুপুরে বিক্রির সময় স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে দোকান ঘর থেকে ৩০ কেজির ৪ বস্তা চাল, ৪ কেজি মসুর ডাল, ৮ লিটার সয়াবিন তেল এবং ১৫ কেজি চিনি জব্দসহ তাকে আটক করে।
তবে, ডিলার মো. আনোয়ার হোসেন বলেন, চরাঞ্চলের টিসিবির উপকারভোগী অনেকে পণ্য নিতে আসে না, যার কারণে সেই মালগুলো উদ্বৃত্ত থেকে যায়। যেগুলো বাজার থেকে বিক্রি করি। এখন অনলাইনের মাধ্যমে বিক্রি করতে হয়, পণ্য সরানোর কোনো উপায় নেই। এই পণ্যগুলো ছয় মাস আগের।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।