শিরোনাম
◈ চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হচ্ছে : মির্জা ফখরুল  ◈ রাষ্ট্র মেরামতের আড়ালে কি চাপা পড়ল রাজনৈতিক দলের সংস্কার? ◈ পানি ছাড়ল ভারত, বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর (ভিডিও) ◈ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদ জসীমের মেয়ে লামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার ◈ মার্কিন শুল্কনীতি: সংকট মোকাবিলায় তৈরি হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাব ◈ ভারতে জেল খেটে ফিরলো ৭ বাংলাদেশি ◈ অনসোর পিএসসির খসড়া প্রস্তুত, মন্ত্রণালয়ে যাচ্ছে শিগগিরই! ◈ নিউজিল্যান্ড এ’ দলের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের স্কোয়াড ঘোষণা, দ‌লে আস‌লেন মুস্তাফিজ ◈ বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় ◈ দেশে নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় তেল-মবিল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারিচালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। বাসটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়। 
 
সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ডাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই বাসে। বাসটির সিটগুলো বেশ আরামদায়ক। এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছে। 
 
ছোট আকারের এই মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই বাসটি চলার সময় কোনো শব্দ নেই। এই মিনিবাসে বসার সিটগুলো খুব ভালো। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক। মিনিবাসটির মালিক ও চালক আবু মুসা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই মিনিবাস বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো মিনিবাসটি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি ভাড়া উঠে। একবার ব্যটারিতে চার্জ দিলে ১২০ কিলোমিটারের বেশি চলে। ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এই মিনিবাসটি দেখতে অনেকেই আসছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়