শিরোনাম
◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার ◈ রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে শহিদি সমাবেশ শুরু ◈ কাশ্মীরে হামলা: কেন পহেলগামে সেনা ছিল না, ভারত সরকার যা বলছে ◈ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সক্ষমতা প্রমাণ করুণ, ইসিকে জামায়াত আমির ◈ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিল অধিদপ্তর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : যশোরে মুফতি ফয়জুল করীমের দাবি  

আজিজুল ইসলাম :  যশোরের খাজুরায় এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, "শুধু নেতা বদলালেই শান্তি আসে না, প্রয়োজন নীতির পরিবর্তন।" তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পরও দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও ঘুষের সংস্কৃতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় তিনি বলেন, বিগত ১৬ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে এমন অনিয়ম বন্ধ হবে এবং একজন মা-কে আর সন্তানের ক্ষুধার জ্বালায় বিক্রি করতে হবে না।

শায়খে চরমোনাই বলেন, "বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ধনীকে আরও ধনী, গরিবকে আরও গরিব করছে। ইসলামী অর্থনীতি চালু হলে পুঁজিবাদী ব্যবস্থা নির্মূল হবে।"

তিনি আরও বলেন, হাতপাখা হচ্ছে শান্তির প্রতীক। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।

‘ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ’—এই দাবিতে ইসলামী আন্দোলনের খাজুরা সাংগঠনিক থানা এই জনসভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন খাজুরা সাংগঠনিক থানার সভাপতি মাওলানা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইব হোসেন।

এছাড়াও বক্তব্য দেন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হালিম মিঞা, সহসভাপতি ড. ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী সরদার, উপদেষ্টা মাওলানা নাজমুল হুদা, ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বায়েজীদ হোসাইন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুল এবং বাঘারপাড়া উপজেলার সভাপতি মাওলানা বেলাল হোসাইন।

জনসভা শেষে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি ফয়জুল করীম।

এ,এইচ,এম,আজিজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়