শিরোনাম
◈ সংবাদ পচারে বেনাপোল বন্দরে চালু হলো পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম ◈ সিমলা চুক্তি কী, স্থগিত হলে ভারতের ওপর প্রভাব পড়বে? ◈ তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’ ◈ ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জন গ্রেপ্তার ◈ প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার ◈ রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৪ দফা দাবিতে শাহবাগে শহিদি সমাবেশ শুরু ◈ কাশ্মীরে হামলা: কেন পহেলগামে সেনা ছিল না, ভারত সরকার যা বলছে ◈ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সক্ষমতা প্রমাণ করুণ, ইসিকে জামায়াত আমির ◈ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিল অধিদপ্তর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল।
 
আটককৃত ব্যক্তি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম (৪০)। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে নিজের বিভিন্ন ভূয়া পরিচয়ে এলাকায় দাপটের সাথে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 
 
অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ১'শ ২০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন বলেন, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে চিলমারী পাম্প মোড় এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক হয়। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়।
 
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়