চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জীবননগর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গোপন সংবাদে ভিত্তিতে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৮ জন নারী এবং ৮ জন শিশুও রয়েছে।
আটককৃতরা হলো- চট্টগ্রাম হালিশহরের আকমল আলী রোডের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস ( ৩৬), গোপাল দাসের ছেলে তাজল দাস (৪১), নিতাই দাসের ছেলে হৃদয় দাস (২১), নোয়াখালীর হাতিয়ার থানার কোরালিয়া গ্রামের কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহল জলদাস (২৫), ভোলা জেলার মনপুরার গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস (২০) প্রমুখ। সবাইকে আটকের পর জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উৎস: চ্যানেল২৪