শিরোনাম
◈ ‌কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি ◈ সামরিক শক্তিতে ভারত নাকি পাকিস্তান, কে এগিয়ে? ◈ বিসিএসের ভাইভার নম্বর আরও কমিয়ে ৫০ করা হতে পারে: পিএসসি ◈ ঢাকা সফর স্থগিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ◈ ঝুঁকির মুখে থাকা দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ১০ সুপারিশ ◈ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস ◈ অশ্লীলতা বন্ধে ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থী আটদিন পর মুক্ত ◈ ইউনূসের অবস্থান চীনের কৌশলগত কাঠামোকে আরও জোরদার করবে ◈ বাংলাদেশে স্টারলিংক ডিজিটাল উল্লম্ফন নাকি সার্বভৌমত্বের বাণিজ্য!

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ভ্রাম্যমান অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা

এস. এম আকাশ, ফরিদপুর অফিস : ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সাম্রাজ্যের রানী  ফারজানা আক্তার ফারজুসহ দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সেই সাথে নগদ তিন হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়।
 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজিদ- উল- মাহমুদ, মো: আতিকুর রহমান ও দেব কুমার পাল এর নেতৃেত্বে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের একটি চৌকশ  টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় ফরিদপুরের রেল স্টেশনের গুহলক্ষীপুর বস্তি থেকে ফারজানা আক্তার ফারজুকে (২৭) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৪২(১) অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায়  চার মাসের  কারাদন্ড দেওয়াসহ নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে দক্ষিন টেপাখোলার মো: অলি বেপারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় ০৭ দিনের কারাদন্ডসহ নগদ একশত টাকা জরিমানা করা হয়।
 
অপর একটি অভিযানে লক্ষ্মীপুরের কুঠিবাড়ি থেকে শেখ  সাহেব আলী নামের একজনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় দুই হাজার টাকা জরিমানা করেন।  অভিযানকালে মাদক সেবন থেকে সকলকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদানসহ সমাজে সকল জনগণকে সুস্থ ভাবে  জীবন যাপন করার জন্য  সচেতন করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়