শিরোনাম
◈ ইউনূসের অবস্থান চীনের কৌশলগত কাঠামোকে আরও জোরদার করবে ◈ বাংলাদেশে স্টারলিংক ডিজিটাল উল্লম্ফন নাকি সার্বভৌমত্বের বাণিজ্য! ◈ স্থগিত হ‌লো সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবল ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযান,ডিবির জালে ধরা ১১ ◈ ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ◈ ‘কাশ্মীরের হামলার পেছনে যারা আছে, তাদের কল্পনারও বাইরে শাস্তি দেওয়া হবে’ ◈ চালের দাম কিছুটা বাড়তে পারে: খাদ্য উপদেষ্টা ◈ সাধারণ কাজ করা বিদেশিদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়বে না সরকার ◈ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের: এএনআই'র প্রতিবেদন ◈ সংশোধন হচ্ছে চাকরি আইন: ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে সরকার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তা টোল প্লাজায় দুর্বৃত্তের হামলা, ১৪ লাখ টাকা লুট

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালামনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে পিটিয়ে ও কুপিয়ে ১৪লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম বাদী হয়ে মাহফুজুর রহমান রাজু নামে এক বিএনপি নেতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় ভাংচুর এবং ১৪লাখ টাকা নিছিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলা নং ৬২। 

এর আগে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা রাজু সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তাফি এলাকার সামাদ ব্যাপারীর ছেলে এবং গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বলে জানা গেছে।

আহতরা হলেন, টোল আদায়কারী ম্যানেজার সুরুজ্জামান (৩০), কর্মচারী জুয়েল  (২৬) ও মোখলেস (২৭)। লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোকাদ্দেম হোসেন জানান, আতদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

এদিকে ঘটনাস্থলে পুলিশের ৫জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর পরেই তড়িঘড়ি করে একটি পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইনস্পেক্টর রওশন জানান, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না তা সিসিটিভির ফুটেজ দেখলে বোঝা যাবে।

জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুসহ ৫ থেকে ৭জন মোটরসাইকেল যোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পাড় হচ্ছিল। এসময় টোল প্লাজার কর্মচারিরা মোটরসাইকেল প্রতি ১০টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে  বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার আরও কিছু লোকজন নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে ক্যাশ বাক্সে থাকা ১৪লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বুধবার রাতে তিস্তা টোলপ্লাজার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে  থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক জানান, গোকুন্ডা ইউনিয়নে মাহফুজুর রহমান রাজু নামে আমাদের কোন বিএনপি নেতা বা কর্মী নাই। আমরা যতোটুকু জানি রাজু একজন ব্যবসায়ী। তার সাথে টোল আদায়কারী মালিক পক্ষের হয়তো কোন সমস্যা থাকতে পারে। তবে সে আমাদের দলের কেউ নন। একটি পক্ষ বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিএনপির ট্যাগ লাগিয়ে উল্লেখিত টাকা আত্মসাত করার নাটক তৈরি করেছে। এ ঘটনার সাথে বিএনপির নাম জরানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।



  • সর্বশেষ
  • জনপ্রিয়