কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোররাতে লন্ডন প্রবাসী শাহ মশহুর আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে লন্ডন প্রবাসী শাহ মশহুর আলী জানান তিনি দীর্ঘদিন ধরে দেশে আছেন। গতকাল বুধবার রাত ৩টার দিকে ৬থেকে ৭ জনের ডাকাতদল কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, ইংল্যান্ডের ৩শ পাউন্ড, নগদ ১লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।