শিরোনাম
◈ ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ◈ ‘কাশ্মীরের হামলার পেছনে যারা আছে, তাদের কল্পনারও বাইরে শাস্তি দেওয়া হবে’ ◈ চালের দাম কিছুটা বাড়তে পারে: খাদ্য উপদেষ্টা ◈ সাধারণ কাজ করা বিদেশিদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়বে না সরকার ◈ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের: এএনআই'র প্রতিবেদন ◈ সংশোধন হচ্ছে চাকরি আইন: ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে সরকার ◈ এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, এক সময় যা আমাদের বিনাশ করবে: ড. ইউনূস ◈ বাবার ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ ◈ প্রশান্ত মহাসাগরে চীনের গোপন সামরিক জাল!

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবি পুলিশ সেজে ইমামকে অপহরণ করে ৪.৩০ লাখ টাকা লুট, বন্দর থানায় মামলা

ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধীন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা, সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

ইমাম আহসান হাবীব জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ স্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে। 

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন। রাত পৌনে ৯টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে ৭-৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। 

পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২-৩ জন লোক দোকানের ভেতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড হাতিয়ে নেয়। একপর্যায়ে তারা তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে। পরে তাকে হাত-পা বেঁধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়