শিরোনাম
◈ শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ◈ কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু ◈ কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ সারাদেশে জাতীয় পরিচয়পত্র  সংশোধনে সুখবর ◈ অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি চেয়েছে দুদক ◈ বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়াতে সহযোগিতার আশ্বাস কাতার ফাউন্ডেশনের ◈ কাশ্মিরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ ভারতের ◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৫টি ককটেল বিস্ফোরণ, দুই পথচারী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পূর্ববিরোধের জেরে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরের এলাকার বিদ্যুৎ চৌধুরী ও বালু বাগানের আজমাল হোসেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে  বাতেনখাঁর মোড়ের দিক থেকে অজ্ঞাত প্রায় ২০ থেকে ৩০ জন যুবক মাস্ক পরে দেশীয় অস্ত্রসহ নিয়ে নিমতলা মোড়ের দিকে আসেন। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন ও মোহাম্মদ নীলুর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিমতলায় ৫টি ককটেল  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন পথচারী আহত হন। তারা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।  এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়