শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যত অপরাধ করেছে, আগামী ১শ বছর ধরে বিচারকার্য চালিয়ে গেলেও তা শেষ হবে না। তাই সংস্কার আর বিচার শেষ করার চিন্তা থেকে বেরিয়ে এসে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে তেমনি মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করারও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যারাই করছে তারা বিএনপির প্রতিপক্ষ, তারাই বাংলাদেশবিরোধী প্রতিপক্ষ। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।

রুমিন ফারহানা বলেন, বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল। শত নির্যাতন-অত্যাচার সত্বেও দেশনেত্রী খালেদা জিয়া এক মুহূর্তের জন্য কোথাও যাননি। কিন্তু শেখ হাসিনা তার সব নেতাকর্মীকে বাংলাদেশে ফেলে রেখে নিরাপদে চলে গেছেন। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।  

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু বলেন, বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা ফ্যাসিবাদের দোসর।  

তিনি আরও বলেন, আগামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং দেশ কীভাবে চলবে সেইজন্য আজকের এই কর্মশালা। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এ কারণে আমাদের সব ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
 
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।  

অনুষ্ঠিত এ কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭০০ এর বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।  

কর্মশালার দ্বিতীয় পর্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়