শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মোটর গ্যারেজে ট্রাক মেরামত সময় আগুনে পুড়ে গেল ২ ট্রাক, দগ্ধ ২ 

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের দক্ষিণে বলিদাপাড়া গ্রাম এলাকার মহাসড়কের পাশে মল্লিক নগর মোটর গ্যারেজে কাজ করার সময়ে ওয়েল্ডিং মেশিনের আগুনে ২টি ট্রাক পুড়ে গেছে ও একজন গুরুতর ভাবে একজন দ্বন্ধ সহ দু'জন আহত হয়েছে । আহত দু'জন  গ্যারেজের মালিক ও এক কর্মচারি। । মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বলিদাপাড়া মল্লিক নগর এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, উপজেলার বলিদাপাড়া মাঠপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জিহাদুল ইসলাম (৩৫) ও দয়াপুর গ্রামের সাকিল হোসেনের ছেলে তানজিল হোসেন (১৬)।
 
স্থানীয়রা জানান, মল্লিকনগরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামতের সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুন লাগে। আগুনটি দ্রুত তেলের ট্যাংকিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গ্যারেজের পাশে থাকা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং কাজের সময় আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোটর গ্যারেজে কাজ করার সময় আগুন লেগে দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসময় আগুনে পুড়ে গ্যারেজের মালিক ও একজন কর্মচারি আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়