শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সরলে লবণ মাঠ দখ‌লের জের ধরে গোলাগুলি, আহত ২৫

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সরলে লবণ মাঠ দখ‌ল ও পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় কমপ‌ক্ষে ২০/২৫ গুলিবিদ্ধসহ আহত হয়েছে। ত‌বে এ ঘটনায় আহত অ‌নে‌কে হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আ‌সে‌নি ‌বিগত দি‌নের মামলা ও নানা অ‌ভি‌যো‌গের কার‌ণে ।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে  উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ‌তে আহত ও গু‌লি‌বিদ্ধ‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে বাঁশখালী হাসপাতা‌লে আনা হ‌লে তা‌দের গুরুতর আহত ও গুলিবিদ্ধ মোহাম্মদ রুবেল (৩০), জমির উদ্দীন (৫২) ও আবদুল করিম (৪৬) মোহাম্মদ ফোরকান (৩১), মোহাম্মদ মাহিম (১৯), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০) কে  প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতা‌লে কর্তব‌্যরত জরুরী বিভা‌গের চি‌কিৎসক।

ঘটনার প্রত‌্যক্ষদর্শ‌ী এবং গু‌লি‌বিদ্ধ আহ‌তেরা জানান মঙ্গলবার বিকা‌লে উত্তর সরল এলাকার দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে লবণ মাঠ নিয়ে পূর্ব থেকে বিরোধ থাকায় দেলোয়ারকে আটকে রেখে মারধর করে। সে সর‌লের আ‌লো‌চিত সা‌বেক মেম্বার জাফর আহম‌দের পুত্র। খবরটি ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলেএ সময় দু,প‌ক্ষের ম‌ধ্যে হামলা পাল্টা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘ‌টে । এ সময় উপ‌রোক্ত চ‌মেক নেওয়া‌ আহ‌তেরা সহ নি‌ন্মের রাকিব (২০), নুর হোসেন (৩৭), জমির (৫০), আজিজুর রহমান (৪৮), রোকমান (২৪), আনি (২৭),
তৈয়ব (৫২), আবু তালেব (৬০), ফরিদ (৫২),মাহিন (১৬), ফোরকান (৩৫), শাহাজান (৩০), শাকিল (২০), রোবেল (৩১),  সৈয়দ নূর (৪৫), নয়ন (১৯), শাকিল (২০), শাহাব উদ্দীন (৩২), ইউনুস (৫০), ফারবেছ (২৩), রাশেদ (২৩), হাবিব (২৪), শাকিব (২৪), আবদুল আলিম (৪৫) গুলি‌বিদ্ধ ও আহত হয়।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাইফুল ইসলাম ব‌লেন,বাঁশখালীর উপকুলীয় সরলে দীর্ঘদিন থে‌কে লবণ মাঠ নিয়ে দুটি পক্ষের মাঝে  বিরোধ চলে আসছে। বিগত দি‌নে অ‌নেক বার  উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। তারপ‌রেও এরা বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে । আজ‌কের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহত‌দের চি‌কিৎসা সহ সা‌র্বিক বিষ‌য়ে খবরাখবর রাখা হ‌চ্ছে, ঘটনাস্থ‌লে অতিরিক্ত আইনশৃংখলা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে । সন্ধ‌্যায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়‌নি ব‌লে থানা সু‌ত্রে জানা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়