মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশে অবৈধ ভাবে গড়ে উঠা চিনা প্রতিষ্ঠান সিন ওয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে উঠা কারখানাটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল মামুন জানান,জিনারদী ফুলবাড়িয়া গ্রামে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল। যার কারনে এলাকাবাসী দীর্ঘদিন ধরে কারখানাটি স্থায়ী ভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। ক্ষতিকর এই কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন উপস্থিত ছিলেন।