শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ছদ্মবেশে ক্যারম খেলছিল র‍্যাব, অতঃপর যা ঘটলো

যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আইয়ুব হোসেন বাবু (৪০) অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারে ক্যারম খেলার সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আইয়ুব হোসেন বাবু চৌগাছা বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব জানায়, বাবু একটি দোকানে ক্যারম খেলছিলেন। ছদ্মবেশে থাকা র‌্যাব সদস্যদের একজন তার সঙ্গে খেলার ছলে অবস্থান নেন। পরে আরও সদস্য সেখানে উপস্থিত হয়ে বাবুকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এরপর তাকে চৌগাছা থানায় নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। পরে অবস্থার উন্নতি হলে তাকে থানায় ফিরিয়ে আনা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কম্পানি কমান্ডার রাসেল জানান, বাবুর গ্রেপ্তারে একাধিক দিন র‌্যাবের একটি দল মাঠে কাজ করে। অবশেষে সফলভাবে তাকে আটক করা হয়েছে। তিনি জানান, বাবুর আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাবুকে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরও ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়