শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুর করলো চিকিৎসাধীন মাদকাসক্ত  

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে।
 
জানা গেছে গতকাল শনিবার(১৯ এপ্রিল)  সন্ধ্যা ৬-২০ মিনিটে  কোতোয়ালি থানাধীন বদরপুর নুর প্লাস্টিক ইন্ডাস্ট্রি সংলগ্ন স্বপ্ন নিবাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসারত ৪১ জন মাদকাসক্ত রোগীদের মধ্যে কতিপয় রোগীরা উক্ত প্রতিষ্ঠানের স্টাফদের দ্বারা নির্যাতিত হওয়ার প্রতিবাদে এবং খাবার প্রদানে অনিয়ম থাকায় প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ভবনের ২য় তলার ভিতরে পুরাতন কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় এবং ভিতরের  আসবাব পত্র ও জানালার গ্লাস,ফ্যান ইত্যাদি ভাংচুর করে ও চিৎকার করে। তখন স্থানীয় লোকজন ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে  খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  সংবাদ পেয়ে  সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে আসে। পরবর্তীতে সকল বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে  উক্ত ভবনের দ্বিতীয় প্রবেশ করে রাত অনুমান  ৮:৩০ মিনিটের  সময়ে তাদেরকে বুজানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তখন তারা অভিযোগ করে বলে যে, প্রতিষ্ঠানের কতিপয় কর্মচারী তাদেরকে প্রতিনিয়ত নির্যাতন করে এবং মারধর করে। তাদেরকে নিন্ম মানের খাবার পরিবেশন করে। বিধায় তারা উত্তেজিত হয়ে উক্ত ঘটনা ঘটায়। এতে কমপক্ষে চার-পাঁচজন আহত হন  বলে জানা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়