শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাকে হাতুড়িপেটা জামায়াত নেতা আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনার প্রধান অভিযুক্ত পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হাফিজুর উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক ও উপজেলার রামকান্তপুর এলাকারর বাসিন্দা।

এরআগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আহত উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, হামলার সময়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ওই ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত জামায়াত নেতা হাফিজকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অন্যান্য অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

আহত বিএনপি নেতার ভাই ইসহাক প্রামানিক নিরব বলেন, হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মাথার দুটি স্থানের খুলি (হাঁড়) ভেঙে গেছে। ঘটনার পরই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেছেন।

এদিকে, হামলাকারী জামায়াত ও শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রাতে বিএনপির নেতাকর্মীদের একটি বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন বিএনপি নেতা আজাদ। সেখানেই তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা হাসপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়