শিরোনাম
◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৫৪ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক গাড়ি চালকের হোয়াটসঅ্যাপে সাবেক মেয়র সূচির গালাগাল ও হত্যার হুমকি (অডিও)

ডেস্ক রিপোর্ট : নিজের সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অব্যাহতি প্রাপ্ত মেয়র তাহসিন বাহার সূচি। বুধবার রাতে ঐ গাড়ি চালককে ভয়েস ম্যাসেজের মাধ্যমে পঙ্গু করে দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। ঐ গাড়ি চালকের নাম মো: সুমন। করোনা মহামারীর পূর্বে তাকে চাকুরিচ্যুত করা হয় এবং প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার কুমিল্লা শহরের বাগিচাগাওয়ের “ব” আদ্যক্ষরের এক যুবকের সাথে সুচির সাবেক গাড়ি চালক সুমনের দেখা হয়। ঢাকার উত্তরায় তিনি আত্মগোপন করে আছেন। ঐ যুবক তার বন্ধু সূচিকে বিষয়টি জানিয়ে  দেন। এরপর পালিয়ে থাকা সুচি বুধবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে তার বাংলাদেশী মোবাইল নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপে সুমনকে একবার এবং রাত ১টায় আরেকবার ফোন করেন। কিন্তু সাবেক গাড়ি চালক সুমন কল রিসিভ করেন নি। পরে রাত ১টা ২০মিনিটে অব্যাহতিপ্রাপ্ত মেয়র সূচি অশ্লিল শব্দ ও বাক্য সমৃদ্ধ একটি ভয়েস ম্যাসেজ পাঠান। ঐ রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং  ভয়েস ম্যাসেজে সুমনকে মাদকাসৃক্ত বলে উল্লেখ করেন। 

সাবেক গাড়ি চালক সুমন জানান, দীর্ঘ ১২ বছর তিনি সূচি ও রনির গাড়ি চালক ছিলেন। বিশেষ একটি ঘটনা দেখার কারণে তাকে চাকুরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে যেতে বলা হয়। করোনা মহামারীর পূর্বেই প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে যান । যে কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।  বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ঐ যুবক আমাকে দেখে সূচি ম্যাডামকে জানিয়ে দেয়। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান। 

সুত্র : কুমিল্লার কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়