শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: প্রায় ২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি।

শুক্রবার দুপুরে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—২৭ কেজি কিসমিস, ২টি গরু, ৯৩৫ পিস চকলেট, ৭ হাজার ৫৮৫ কেজি চাল, ৮১ বক্স চিংড়ির রেনু, ৮৩২ কেজি চিনি, ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা, ২৮ কেজি গাঁজা, ৪০ বোতল হুইস্কি, ১৩৮ বোতল বিয়ার, ২৫৮ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৪৫০ প্যাকেট সিগারেট, ১৬৮টি মোবাইল সেট, ২৪৩টি মোবাইল ডিসপ্লে, ১ হাজার ৫৮৪ পিস পন্ডস পাউডার, ৫৩ হাজার ৬০১টি বাঁজি এবং ৭৮৭ বোতল এনার্জি ড্রিংকসসহ আরও বহু ভারতীয় পণ্য।

আটককৃত ব্যক্তি মো. মাহিন (১৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. এনামুল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সফল অভিযান তারই বাস্তব উদাহরণ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়