ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ভবানীপুরের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সির বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেশন কর্মী।
স্থানীয়রা জানান, মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষ হয়। এনিয়ে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে কথা কাটাকটি হয়।
ঘটনাটি মীমাংসার জন্য সালিশি বৈঠক হয়। বৈঠক চলার সময় বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা চালায়। পরে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর সুলেমানপুর গ্রামের একজন নিহত হয়েছেন। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।