হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামের এক ভুয়া মেজরকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় আপনকে আটক করা হয়।
আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে। আমিনুলের দাবি, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক ছিলেন। ২০২২ সালে তাঁকে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মধুখালী থানায় এক তরুণীর অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শহরে জনতা ব্যাংক মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে আপনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।