শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, চট্রগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের ছেলে মোঃ আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭) ও নওগাঁ জেলার ধামইরহাট থানার মোরোলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা বৃহস্পতিবার ভোর রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ দুইজন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের নিকট থেকে গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে  আসামীদের জিজ্ঞাসাবাদে যানা যায়, দীর্ঘদিন ধরে গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়