বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে এ ঘটনা ঘটে। মিতু বেগম সহস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক,সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী। তিনি ১৩ বছরের একটি কন্যা সন্তানের জননী।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাগেছে, আইপিএসের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম ঘটনাস্থলে নিহত হন। বিষয়টি নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বাড়িতে আইপিএসের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।