শিরোনাম
◈ বাংলাদেশে শিক্ষকদের অপমান ও জবরদস্তিমূলক পদত্যাগ: শিক্ষা ব্যবস্থায় অশনি সংকেত ◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে ৩৭৫পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও নুর আলম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (১৬এপ্রিল) দিনগত রাতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকাথেকে তাদের আটক করেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নিয়াজ মোর্শেদ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকার মোঃ শফিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের বাঙ্গালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ নুর আলম।

পুলিশ জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চৌহাট এলাকায় মাদক কারবারীরা ইয়াবা বিক্রি করতেছে। এমন সংবাদের ভিত্তিতে চৌহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭৫পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। 

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে চৌহাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে ৩৭৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়তন্ত্র আইনে মামলা হয়েছে।আজ বৃহস্পতি বার সকালে তাদের জেল হাজতে পাঠানে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়