শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে

পাবনায় আদালতের ভেতরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে আমলী আদালত-১-এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোর্শেদুল আলম এই আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে এক পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনগত রাত ১২ টার দিকে সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) স্বপন আলী বাদী হয়ে পাবনা থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কোর্ট ইন্সপেক্টর রাশেদুল ইসলাম।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মামলার শুনানি চলাকালীন জেলা ও দায়রা জজ আদালতের আদালত কক্ষে ছবি তুলতে নিষেধ করায় শাহ আলম (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করে আহত করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনার সাথে জড়িত ছয়জনকে আটক করে।

অভিযুক্তরা হলেন- ঈশ্বরদী পৌর ছাত্রদলের প্রাক্তন সভাপতি এবং পৌর সেচ্ছাসেবক দলের বর্তমান যুগ্ম আহ্বাযয়ক আউয়াল কবির (৩৮), ঈশ্বরদী পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সারোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান (৪০), ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন (৩৩) এবং সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য জহুরুল ইসলাম ডালিম (৩৫)।

আদালত সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর, ২০২৩ তারিখে ঈশ্বরদী উপজেলায় একটি রাজনৈতিক নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছিল। এই মলায় গ্রেপ্তার ৬ জন হাজিরা দিতে আসেন। শুনানি চলাকালীন আসামিরা আদালত কক্ষে দাঁড়িয়ে ছবি তোলেন। তখন সেখানে উপস্থিত পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে নিষেধ করেন। বিচারকের সামনেই আদালত কক্ষে থাকা অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা পুলিশ সদস্যকে মারধর শুরু করে। পরে সেখানে উপস্থিত আইনজীবীসহ বাকিরা ওই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। একই সময়ে আদালতের কার্যক্রম শেষ হলে, পুলিশ ছয়জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে, তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আজ বুধবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিএনপির সাথে যুক্ত কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকেন, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়