ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় ভুট্টা ক্ষেতে রফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি মো. লতিফুল ইসলাম গিয়াস (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-৫। গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকা আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বিকেলে বাঘার সিকরামপুর এলাকায় গিয়াসের ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে শফিকুলকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে গিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার পর গিয়াস আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব-৫ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তাকে বাঘা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।