শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ক্রাফট হটাও,পলিটেকনিক বাচাও  এই শ্লোগানকে সামনে নিয়ে ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগবিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে করে  সড়কের দু-পাশে কয়েক মাইল এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও পরিবহন চালকরা। এছাড়া প্রচন্ড গরমে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

এর আগে পলিকেটনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্নপোষন করে ও দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুরে নেয় শিক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কারীগরি শিক্ষা উন্নতির লক্ষ্যে ছাত্র আন্দোলনের যে ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে কর্মসুচি পালন করছে শিক্ষার্থীরা। এছাড়া ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগ বিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন ধরে দাবী বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। কি কারনে তা হচ্ছেনা, সেটা কারও জানা নেই।  দ্রুত সময় দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
এদিকে দাবি আদায়ের লক্ষে কথা কথায় দড়ক অবরোধ করায় ক্ষোভ প্রকাশ করেন দুর্ভোগে পড়া যাত্রী সাধারণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়