জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভটভটি উল্টে রেজাউল করিম (২০) নামের এক গৃহ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের গুণবাড়ী বড়পুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শেরপুর উপজেলার জামাইল হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রেজাউল করিমসহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ী থেকে ভটভটি যোগে বের হয়। ভটভটিটি জামাইল হাট এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম মারা যায়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিয়য়ে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনায় রেজাউল করিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।