শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৫০) কে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলাম ওই এলাকার ছামসের আলীর ছেলে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যে আমরা সেখানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে আটক ও অস্ত্র গুলি উদ্ধার করি। তিনি আরও জানান, তার নামে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলা দৌলতপুর থানায় এন্ট্রি হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মুঠোফোনে কথা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা  বলেন, ডিবি পুলিশের হাতে অস্তসহ এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা এন্টি হয়েছে। মামলা এন্টির পরে তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়