শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্ম বিরতি

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭৫ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং)গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৫এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং) গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেন কারখানাটির প্রায় ৪শতাধিক শ্রমিরা। 

এর আগে রোববার(১৩এপ্রিল) ৭৫জন শ্রমিককে বরখাস্তের আদেশ দেন কারকানার কৃর্তৃপক্ষ।  কিন্তু ৭৫জন শ্রমিকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকাল পর্যন্ত কর্ম বিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার কথা বলায় ৭৫জন শ্রমিককে বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কারখানা কৃর্তৃপক্ষ। এই আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দিবেন না বলে জানিছে আন্দোলনরত শ্রমিরা।কারকানার কৃর্তৃপক্ষ বরখাস্তকৃত ৭৫জন শ্রমিক ছাড়া বাকিদের কাজে যোগদানের কথা বলেছেন কৃর্তৃপক্ষ। তবে ৭৫জন শ্রমিকের বিষয়ে কারখানা কৃর্তৃপক্ষ ও শ্রমিকরা দুই পক্ষই অনড় থাকায় কোন সুরাহা হচ্ছে না।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, শ্রমিকদেও দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নিয়ে কারখানা কৃর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোন সুরাহা করা হচ্ছে না।

এই বিষয়ে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ এর ব্যবস্থাপনা  পরিচালক মোঃ চৌধুরী আলম শেখ সাংবাকিদদের বলেন, আমরা শ্রমিক আইনের ২৬ধারা অনুযায়ী শ্রমিকদের সকল পাওয়ানাদী পরিশোধ করে শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু তারা সেই আইন না মেনে আজ কর্ম বিরতি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়