শিরোনাম
◈ খুব সহজেই ডাউনলোড করুন নতুন ভোটার আইডি কার্ড ◈ বৈষম্য কমবে আসন্ন বাজেটে, অগ্রাধিকার পাচ্ছে যেসব খাত ◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্ম বিরতি

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭৫ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং)গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৫এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং) গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেন কারখানাটির প্রায় ৪শতাধিক শ্রমিরা। 

এর আগে রোববার(১৩এপ্রিল) ৭৫জন শ্রমিককে বরখাস্তের আদেশ দেন কারকানার কৃর্তৃপক্ষ।  কিন্তু ৭৫জন শ্রমিকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকাল পর্যন্ত কর্ম বিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার কথা বলায় ৭৫জন শ্রমিককে বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কারখানা কৃর্তৃপক্ষ। এই আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দিবেন না বলে জানিছে আন্দোলনরত শ্রমিরা।কারকানার কৃর্তৃপক্ষ বরখাস্তকৃত ৭৫জন শ্রমিক ছাড়া বাকিদের কাজে যোগদানের কথা বলেছেন কৃর্তৃপক্ষ। তবে ৭৫জন শ্রমিকের বিষয়ে কারখানা কৃর্তৃপক্ষ ও শ্রমিকরা দুই পক্ষই অনড় থাকায় কোন সুরাহা হচ্ছে না।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, শ্রমিকদেও দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নিয়ে কারখানা কৃর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোন সুরাহা করা হচ্ছে না।

এই বিষয়ে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ এর ব্যবস্থাপনা  পরিচালক মোঃ চৌধুরী আলম শেখ সাংবাকিদদের বলেন, আমরা শ্রমিক আইনের ২৬ধারা অনুযায়ী শ্রমিকদের সকল পাওয়ানাদী পরিশোধ করে শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু তারা সেই আইন না মেনে আজ কর্ম বিরতি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়