শিরোনাম
◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার! ◈ ‘কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে’ ◈ শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, ঝলসে দেওয়া হয় মুখ 

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের এক দিন পর আকলিমা আক্তার জুঁই নামে (৭) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাবনার চাটমোহরে পাটক্ষেতে মুখ ঝলসানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

আকলিমা আক্তার জুঁই বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

স্বজনরা জানায়, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয় আকলিমা আক্তার জুঁই। এরপর আর সে বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় পাটক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা ধর্ষণসহ শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মুখ ঝলছে দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জুঁইয়ের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মৃতদেহ চাটমোহরে পাওয়া গেছে। তাই মামলাটি সেখানকার থানায় লিপিবদ্ধ হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়