শিরোনাম
◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সময়ে সংবাদ প্রকাশের ডেন্টাল টেকনোলজিস্টকে শোকজ

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আমাদের সময় ডটকম অনলাইনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল।

২০০৫ সালের ৬ মার্চ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে যোগ দেন রাজু আহমেদ। কয়েক বছর ধরে হাসপাতালের সরকারি কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার খুলে রোগীদের দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছিলেন তিনি৷ হাসপাতালে আসা রোগীদের ভালো সেবা দেওয়ার কথা বলে নিয়ে যেতেন চেম্বারে। রোগী আসলে অফিস সময়েও চেম্বারে রোগী দেখতেন। নিয়ম বহির্ভূত হলেও এমন কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। 

এ বিষয়ে গত রবিবার (১৩ এপ্রিল) আমাদের সময় ডটকম অনলাইনে " সময় দেননা হাসপাতালে, সরকারি কোয়ার্টারে নিজস্ব চেম্বার চালাচ্ছেন ডেন্টাল টেকনোলজিস্ট " শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রাজু আহমেদকে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল। নোটিশে দুই কর্মদিবসের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়া, এক কর্মদিবসের মধ্যে কোয়ার্টারে থাকা চিকিৎসার যাবতীয় সরঞ্জাম, যন্ত্রপাতি ও ওষুধ অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদকে শোকজ করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি এক কর্মদিবসের মধ্যে তাকে কোয়ার্টার থেকে দাঁতের চিকিৎসার যাবতীয় সরঞ্জাম অপসারণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়