শিরোনাম
◈ বর্ষবরণ শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদন লাগবে: ইউনেস্কো ◈ আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা ◈ শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০ (ভিডিও) ◈ পাকিস্তানের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর নিয়ে যা বলল ভারত (ভিডিও) ◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার! ◈ ‘কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে’ ◈ শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যৌথ অভিযানে ৯টি দেশীয় অস্ত্র ও  মাদকসহ ৩ জন গ্রেফতার 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জন কে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। 

সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায়, উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজাকে (৩৫) গ্রেফতার করা হয়।

অপর দিকে একই ইউনিয়নের মেন্দারবেড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির উদ্দিন (৬০) ও তার সহযোগী ফারুক হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।  

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ৯ টি অস্ত্র, ১৫ পিচ ইয়াবা, ৩ গ্রাম হিরোইন, ৭ টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, লাইটারসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, হিরোইন, ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়