শিরোনাম
◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে? ◈ প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু ◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে জমি বিরোধে ভাগ্নের হাতে মামা খুন, মাদারীপুরে গ্রেফতার ৩

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে প্রাণ হারিয়েছেন সুরুজ আলী (৪৫) নামের এক ব্যক্তি। ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে গেলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় মাদারীপুর থেকে মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
র‍্যাব জানায়, গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে সুরুজ আলী তার চারজন সহযোগীকে সঙ্গে নিয়ে লক্ষীপুর মোড় থেকে নতুন বিল শিমলার দিকে রওনা দেন। পথে রাজপাড়া থানাধীন সিটিবাইপাস সংলগ্ন ঘোড়াচত্তর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ভাগ্নেসহ মামলার অন্যান্য আসামিরা তাদের গতিরোধ করে। জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে সেখানে বাকবিতণ্ডা শুরু হয়।
 
একপর্যায়ে মামলার এক আসামি ইট দিয়ে সুরুজ আলীর মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সুরুজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১৪ এপ্রিল রাতে মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হিরা (৪০), মোঃ আশরাফ আলী (৪৫), ও মোছাঃ জাহানারা বেগম (৫০)। তারা সবাই মৃত আনিচুর রহমানের সন্তান ও স্ত্রী এবং রাজশাহী মহানগরের বহরমপুর ব্যাংক কলোনী এলাকার স্থায়ী বাসিন্দা।
 
র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়